হাটহাজরী উপজেলার গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও বিতরণ শিক্ষক রতন বরণ তালুকদারের বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত ১৬ মার্চ বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রিয়াজ মোর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ.সালাম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দীন শাহ, দপ্তর সম্পাদক মোঃ নুর খান, কেন্দ্রীয় কৃষক লীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এড. উম্মে হাবিবা, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, সংবর্ধিত অতিথি সিনিয়র শিক্ষক রতন বরণ তালুকদার, গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহসিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ এনাম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষর জাফর উল্লাহ, মোঃ এসকান্দর, মোঃ নাছের, মোঃ শাহিন, বিবি ফাতেমা, সাইদুল হক সুমন, আনোয়ার হোসেন মামুন, গিয়াস উদ্দীন মানিক, মোঃ এমদাদ, মোঃ মহিউদ্দীন প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, র্বুমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে বহুমুখী জ্ঞানচর্চায় গভীর মনোযোগী হতে হবে। শিক্ষার পাশাপাশি সহ শিক্ষাকার্যক্রম বিশেষ করে ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। সভা শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণকরেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ.সালামসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি