ফটিকছড়ি প্রতিনিধি
মাইজভান্ডারী ত্বরিকার আধ্যাত্মিক সাধক হযরত গাউছুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর (ক.) এর বার্ষিক ওরশ শরীফ আগামী ৫ এপ্রিল মাইজভান্ডার দরবারে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসনিক সভা ২৬ মার্চ রাতে দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দরবারের শাহাজাদা, ত্বরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এটিএম কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আরেফীম আজিম, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, একাডেমি অফিসার আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন সাজু, চেয়ারম্যান জিয়া উদ্দীন জিয়া, তৌহিদুল আলম মেম্বার, আবদুল হালিম সুজন মেম্বার, এসকান্দর মিয়া, কামাল উদ্দিন প্রমুখ। সভায় বাবা ভান্ডারীর ওরশ উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।