সীমান্তে উচ্চ বিস্ফোরক দ্রব্য শনাক্তের পর অবরুদ্ধ গাজা থেকে সব ধরনের বাণিজ্যিক পণ্য রফতানি স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনা ও প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে কারাম সালেম সীমান্তে পণ্য বোঝাই গাড়িতে বিস্ফোরক পাচার হচ্ছিল। কারাম সালেম সীমান্তটি অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র বাণিজ্যিক পথ। এই পথ দিয়ে গাজায় পণ্য প্রবেশ ও বের হয়। যা নিয়ন্ত্রণ করে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী ও মন্ত্রণালয় জানিয়েছে, ক্রসিংয়ে তিনটি ট্রাকে পোশাকের ভেতরে কয়েক কিলোমগ্রাম উচ্চ বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল। যা শনাক্ত করা গেছে।
এ অবস্থায় গাজা থেকে ইসরায়েলে পণ্য সরবরাহ স্থগিতের কথা জানিয়েছে বিবৃতিতে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ চলছে।
এদিকে ফিলিস্তিনি সীমান্ত কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা জানিয়েছে ইসরায়েল। কারাম সালেম নামের এই কমার্শিয়াল বর্ডার ক্রসিং দিয়ে গাজার বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ হয়ে আসছে। ২০০৭ সালে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা নিয়ন্ত্রণের পর অবরুদ্ধ অবস্থায় রয়েছে এখানকার ফিলিস্তিনিরা। ফলে বিদেশি সহায়তার ওপর নির্ভর করে থাকতে হয় তাদের।