খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উদযাপনের প্রস্তুতি

28

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চন্দ্রঘোনা খ্রিস্টান পল্লী নান্দনিক আলোক সজ্জায় সাজানো হয়েছে। সবার মাঝে উৎসবের আমেজে পুরো খ্রিস্টান পল্লি এখন আনন্দে ভাসছে। চন্দ্রঘোনা কুষ্ট হাসপাতাল ও খ্রিস্টিয়ান হাসপাতাল ও জুম পাড়ায় খ্রিস্টান পরিবারগুলো বড় দিনকে বরণ করতে সব আয়োজন সম্পন্ন করেছে। দিনব্যাপী ধর্মীয় উপাসানালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এসব আয়োজনের মধ্যে প্রার্থনা সভা, কেক কাটা, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়াল ঘর তৈরি করে আরাধনা, ক্রিস্টমাস গাছ সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়া ও প্রীতি ভোজ এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ইণ্যাদি। বড় দিন উপলক্ষ্যে ক্রিস্ট ভক্ত গীর্জায় আরাধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়া এসব এলাকার বিভিন্ন বাড়ি-বাড়ি আলোকসজ্জা এবং ঘরবাড়ি সাজানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মিল্কি জানান, বড় দিন পালনে গীর্জাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমাণি জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ তাদের উৎসব পালন করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।