সিএমপির খুলশী থানাধীন খুলশী পুলিশ ফাঁড়ির সংস্কার কাজ রবিবার দুপুরে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এস এম মোস্তাইন হোসািইন, পুলিশ সুপার পঙ্কজ দত্ত, পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা, ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম, খুলশী কলোনির হাজী আব্দুল হান্নান ট্রাস্টের চেয়ারম্যান শাহিদ হান্নান, ইস্পাহানী গ্রæপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, কমিউনিটি পুলিশের ৩০নং বিট সভাপতি সাব্বির হান্নান। উপস্থিত ছিলেন আরিফ হান্নান, রাসেল হান্নান ও ফয়সাল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলশী থানার ওসি রুবেল হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নুরুল আবছার। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার মো. মোখলেছুর রহমান পুলিশ ফাঁড়ির সংস্কার কাজ নিজস্ব অর্থায়নে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় হাজী আব্দুল হান্নান ট্রাস্ট কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে হাজী আব্দুল হান্নান ট্রাস্টের সহযোগিতার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি