খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দক্ষিণ জেলা বিএনপির মাহফিল

8

 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শাহ আমানত (রা.) মাজার প্রাঙ্গণে বৃহস্পতিবার বাদ আসর শাহজাদা এনায়েত উল্লাহ খানের পরিচালনায় মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়া উদ্দীন চৌধুরী আশফাক, বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবু, সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য জসিম উদ্দীন আব্দুল্লাহ, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল কবির বাদশা, সাতকানিয়া পৌরসভা সাবেক কাউন্সিলর আবু তাহের বিএসসি, বিএনপি লিগ্যাল এইড কমিটির দক্ষিণ জেলার সচিব এড. এরশাদুর রহমান রিটু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এস এম গিয়াস উদ্দীন, শফি সওদাগর, পটিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, শওকত হোসেন, আনোয়ার উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, গাজী মো. শাহাদাত হোসেন, অধ্যাপক রমজান আলী, বিএনপি নেতা বাদশা, বজলুর রহমান, হাসান আলী, সাজেদুল আলম মিন্টু, কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্য সচিব রহিম, সেলিম কমিশনার, দেলোয়ার হোসেন বাহার, যুবদল নেতা ইদ্রিস, ওমর ফারুক, সরওয়ার আলম, নুরুল আমিন, মো. মাসুম, মো. সেলিম প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি