হাটহাজারী প্রতিনিধি
অবস্থান সুদৃঢ় করতে মানুষ প্রতিনিয়ত উজাড় করছে বনজঙ্গল। এতে করে নষ্ট হচ্ছে জীববৈচিত্রের আবাসস্থল ও রসদ। ফলে বনজঙ্গলের প্রাণীক‚ল প্রাণে বাঁচতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে- এই ঘটনা ঘটনা ঘটছে অহরহ।
এবার খাবারের খোঁজে লোকালয়ে নেমে আসা ৮০ কেজি ওজনের একটি অজগর সাপ ধরা পড়ল লোকালয়ের একটি ডোবায়।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নূরানী মিয়া বাড়ি সংলগ্ন একটি ডোবায় মাছ ধরতে গিয়ে দুই মণ ওজনের বিশাল আকৃতির একটি বার্মিজ পাইথন (অজগর সাপ) ধরা পড়ে। অজগরটি দৈর্ঘ্যে প্রায় ১৫ ফুট।
খবর পেয়ে এলাকার শত শত স্থানীয় জনতা অজগর সাপটিকে এক নজর দেখতে ভিড় করেছেন বলে জানান শিকারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল খালেক।
তিনি জানান, স্থানীয় লোকজন বড় সাপ (অজগর) দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। আমাকে বিষয়টি জানালে আমি বিষয়টি স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’কে অবহিত করি। খবর পেয়ে স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বির নেতৃত্বে একটি টিম সেখানে উপস্থিত হয়ে অজগরটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কর্তাদের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে বন বিভাগের কর্তারা বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রামের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নির্দেশে বিকেলে তাদের সংরক্ষিত গভীর বনে অবমুক্ত করা হয় বলে নিশ্চিত করেন হাটহাজারী ১১ মাইলস্থ ফরেস্ট বিটের স্টেশন অফিসার মো. রাজিব উদ্দিন ইব্রাহিম।