রাশিয়া দাবি করেছে, ক্রিমিয়ায় দশটি ক্ষেপণাস্ত্র ও তিনটি মনুষ্যবিহীন নৌযান দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার মস্কোপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, বেশিরভাগ অস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলায় সেভাস্তোপোল শিপইয়ার্ডে আগুন লাগে। এতে অন্তত ২৪ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ২০১৪ সালে ইউক্রেনীয় ভূখন্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। ক্রিমিয়ার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে।