রাঙামাটি প্রতিনিধি
ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রাঙামাটি সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করেছে শিক্ষা সমিতি। গতকাল সোমবার সকাল ৯টা থেকে তিন ঘন্টাব্যাপী এ কর্মবিরতি পালন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাঙামাটি সরকারি কলেজ ইউনিট।
কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাঙামাটি সরকারি কলেজ ইউনিটের অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক সবাই অংশ নেন।
বক্তারা বলেন, আমরা অবিলম্বে ক্যাডার বৈষম্যের নিরসন চাই। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফশিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহিভর্‚তদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এ সময় কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়–য়া। অন্যদের মধ্যে উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, সহযোগী অধ্যাপক এসএম আবুল হাশেম, সহকারী অধ্যাপক মো. নুরুল করিম ও শান্তনু চাকমা প্রমুখ বক্তব্য দেন।