ক্রীড়া প্রতিবেদক
মাদারবাড়ী শোভনীয়া ক্লাব কর্তৃক আয়োজিত কেএম এজেন্সি ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশনের পৃষ্ঠপোষকতায় আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম খেলায় ভাটিয়ারী ফুটবল একাডেমী ৫-১ গোলে শিকলবাহা স্পোর্টস একাডেমি পরাজিত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। খেলার ২৩ মিনিটে প্রথম গোল করে সবুজ। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে শিকলবাহা স্পোর্টস একাডেমির মাসুদ গোল করলে খেলায় সমতা আসে শিকলবাহা। কিন্তু ১৮ মিনিটে শাহিন, ২২ মিনিটে আবারও সবুজ,২৯ মিনিটে শফি এবং ৩৮ মিনিটে তুষার গোল করলে ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভাটিয়ারী।
খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ভাটিয়ারী ফুটবল একাডেমীর মো: সবুজ। তার হাতে ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য রাসেল রাজু ও সোহেল খান। এতে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কো চেয়ারম্যান মো: আবছার উদ্দিন, মহসিন আলি বাদশা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, টুর্নামেন্ট সমন্বয়কারী মোশাররফ হোসেন লিটন, সদস্য আমির হোসেন মানিক, ফারুক রানা, আলাউদ্দিন ভুইয়া, মো: সোহেল, রাসেল রাজু, আব্দুল হামিদ নয়ন, মো:ইসমাইল, আরাফাত আমজাদী, সাইফুর রহমান রানা, সায়মন আহমেদ শাহেদ, আব্দুল হামিদ জনি, রফিকুল ইসলাম মিঠু, সাঈদ মুরাদ, ওয়াহিদুল আলম অভি, নুর উদ্দিন, মো আসিফ, মো:মারুফ, শহীদ, মান্না প্রমুখ। আজ ৫ম দিনের খেলায় শাহ অহিদিয়া স্পোর্টস একাডেমী ও রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি প্রতিদ্ব›িদ্বতা করবে। খেলা শুরু হবে বিকাল ৩:৩০ টায়।