কুম্ভমেলা উপলক্ষে কোকদন্ডীর অনন্ত ধামে সমন্বয় সভা

7

একবিংশতম আন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদ্যাপন উপলক্ষে বাঁশখালী উপজেলার কোকদন্ডী গুনাগরীর উত্তর পল্লী গীতা সংঘের উদ্যোগে বিশেষ প্রার্থনা ও সমন্বয় সভা গত ২০ ডিসেম্বর কোকদন্ডীস্থ অনন্ত ধামে অনুষ্ঠিত হয়। শুরুতেই মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও পৌরহিত্য করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। মঙ্গল বেদবাণী পাঠ করেন ঋষিধামের সন্ন্যাসী শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একবিংশ ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমাজসেবক অনুপ বরণ দাশ। শিক্ষক বিভাস গুহের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তড়িৎ গুহ, প্রদীপ গুহ, প্রকৌশলী রনি সরকার, ডা. জনি সরকার প্রমুখ। প্রার্থনা সভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি