কুতুবদিয়ায় ব্লাড ডোনেটিং ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান

12

কুতুবদিয়া প্রতিনিধি

কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের দ্বিতীয় বর্ষ উদযাপন ও তৃতীয় বর্ষে পদার্পন নিয়ে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্ব) সকালে কুতুবদিয়া উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা নেজাম উদ্দিনের উপস্থিতিতে সংগঠনের পরিচালনায় মোহাম্মদ ছোটন, তৌহিদ, আবদুল্লাহ, সালমান সাকিব, আনজুমান আরা ডেজিসহ সকল সদস্যদের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠান শুরু করে। একই সাথে দুই শতাধিক রক্ত দাতাদের রক্ত গ্রুপ পরীক্ষা করা হয়। বিকালে ব্লাড ডোনেটিং ক্লাবের সদস্য ও বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত অতিথিদের নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র‌্যালি প্রদর্শন করে। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা নেজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাসান, অতিথি ছিলেন পল্লী চিকিৎসক মো. ইলিয়াছ মাতবর, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. কে. লিটন কুতুবী, সাংবাদিক এম,এ মন্নান, নজরুল ইসলাম, মানবিক টিমের শাহাব উদ্দিন, মিসকাত শরীফ, ইউনাইটেড ব্লাড ব্যাংকের এমডি মিজানুর রহমান, আবাম ফাউন্ডেশনের এমডি ডেন্টিস্ট রহিমুল্লাহ প্রমুখ। আলোচনায় কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা নেজাম উদ্দিন বলেন, ১৯ ডিসেম্বর/২০১৯ সনে ক্লাবের কার্যক্রম শুরু করি। বর্তমানে আমাদের ৫৩ জন সদস্য রয়েছে। এ পর্যন্ত অত্র ক্লাবের অধীনে দুই হাজারের অধিক হত দরিদ্র রোগীকে ফ্রি রক্ত দান ও মানবিক চিকিৎসা খরচের অর্থ সহায়তা করা হয়েছে। আগামীতে এ ক্লাবের সদস্যরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আরো সেবামূলক কাজ করে যাবে। আলোচনাশেষে গুণীজনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।