কিয়েভে অঘোষিত সফরে ব্লিঙ্কেন

7

অঘোষিত সফরে কিয়েভে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে সামান্য অগ্রগতি লাভের চার মাসের মাথায় মিত্র দেশটিতে সফরে তিনি। ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেন আক্রমণের পর প্রথমবার দুইদিনের সফরে এসেছেন বিøঙ্কেন। কিয়েভেকে ১০০ কোটি মার্কিন ডলারের সহায়তার প্যাকেজ ঘোষণা করতে পারেন ব্লিঙ্কেন। পররাষ্ট্র দফতরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানান। ইউক্রেনে থাকা রুশ বাহিনীকে উৎখাত করতে পাল্টা আক্রমণ চালাচ্ছে জেলেনস্কির সেনারা। সিএনএন জানিয়েছে, সার্বিক বিষয়ে খোঁজ নিতে পোল্যান্ড থেকে ট্রেনে চেপে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি কিয়েভে পৌঁছান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ছাড়াও অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তার।
পাল্টা আক্রমণে প্রত্যাশা অনুযায়ী সফলতা না আসায় কিছুটা চিন্তিত মিত্র দেশগুলো। গতকাল রুশ প্রেসিডন্ট পুতিন দাবি করেছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ। ২০২২ থেকে চলমান যুদ্ধে ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের বেশিরভাগ অস্ত্র দিয়ে লড়ছে দেশটি।