কাল থেকে রামুতে ১৩ দিনব্যাপী ত্রিপিটক পাঠ

17

 

অগ্রমহাপন্ডিত প্রজ্ঞালোক মহাথেরো, আর্যবংশ মহাথের, বিশুদ্ধাচার মহাথের এবং একুশে পদকপ্রাপ্ত সত্যপ্রিয় মহাথেরর স্মরণে কক্সবাজারস্থ রামু কেন্দ্রীয় সীমা বিহারে আগামীকাল ১৭ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিনব্যাপী পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের প্রাজ্ঞ ভিক্ষুসংঘ অংশগ্রহণ করবেন। প্রথমদিন ১৭ ডিসেম্বর প্রধান অতিথি থাকবেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মরত্ন মহাথের। প্রধান ধর্মদেশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, প্রফেসর ড. জিনবোধি মহাথের।
সভাপতিত্ব করবেন উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথের। ৩০ ডিসেম্বর সকালে আশীর্বাদক থাকবেন বান্দরবান ধুংরী হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ আছবা মহাথের। প্রধান অতিথি থাকবেন রামু পানের ছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ সুচরিত মহাথের। প্রধান ধর্মদেশক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের।
উদ্বোধক থাকবেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় মহাথের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের। বিকেলে আশীর্বাদক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ধর্মদর্শী মহাথের। প্রধান অতিথি থাকবেন রাউজান পাহাড়তলী মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। অনুষ্ঠানে ধর্মপ্রাণ উপাসক-উপাসিকাগণকে উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি শীলপ্রিয় মহাথের, অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি