কলম একাডেমি লন্ডন চট্টগ্রামের বিজয়ের বইমেলা ও আড্ডা

15

বিজয়ের বই মেলা সান্ধ্যকালীন কবি আড্ডা ও আলোচনা সভা কলম একাডেমি লন্ডন চট্টগ্রামের উদ্যোগে গত ২০ ডিসেম্বর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক জিতেন্দ্রলাল বড়–য়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি ও মানবাধিকারকর্মী মো. কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন কবি আলমগীর হোসাইন, কবি মুজিবুর রহমান, লেখক ও প্রকাশক সুব্রত কে চৌধুরী, কবি ফারুক চৌধুরী, সাংবাদিক পারভেজ কামাল, কবি মাহবুবা চৌধুরী, কবি মিনহাজুল ইসলাম, কবি লিপি বড়–য়া, কবি ফারজানা হক সিমু, ছড়াকার অভিলাস মাহমুদ, কবি শিমু দাস সহ প্রমুখ। বিজ্ঞপ্তি