কর ফাঁকির মামলায় খালাস নোবেলজয়ী রেসা

3

 

কর ফাঁকির পাঁচ মামলার শেষটিতেও খালাস পেলেন ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা। মঙ্গলবার ফিলিপাইনের একটি বিচারিক আদালত এ মামলায় মারিয়া ও তার প্রতিষ্ঠিত সংবাদভিত্তিক ওয়েবসাইট র‌্যাপলারকে খালাস দেন। রায়ের পর ফিলিপাইনের রাজধানী ম্যানিলার আদালতের বাইরে বিবিসিকে তিনি বলেন, সাংবাদিকতা স্বৈরাচারের প্রতিষেধক। ফিলিপাইনসহ সারা বিশ্বে সাংবাদিকদের বিরুদ্ধে হামলার শেষ নেই। খালাসের এ রায়কে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য একটি বিজয় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। মারিয়া বিরুদ্ধে পাঁচ মামলার সবকটিই দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের শাসনামলে করা হয়েছিল। দুতার্তের একজন সমালোচক হিসেবে পরিচিত মারিয়া। কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হলে মারিয়ার ৩৪ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারত। বার্তা সংস্থা এএফপি বলছে, কর ফাঁকির পাঁচ মামলার সব কটিতে খালাস পাওয়ার পরও মারিয়া ও র‌্যাপলারের পুরোপুরি স্বস্তিতে থাকার উপায় নেই। কারণ মারিয়া ও র‌্যাপলারের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। ২০২০ সালে সাইবার মানহানির এক মামলায় মারিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। ওই মামলায় তিনি এখন জামিনে রয়েছেন। ২০২১ সালে শান্তিতে সাংবাদিক মারিয়া রেসা ও রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ যৌথভাবে নোবেল পুরস্কার পান।