কর্ণফুলী স্মার্ট উপজেলা হচ্ছে বাসিন্দাদেরও স্মার্ট হতে হবে

9

কর্ণফুলী প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, কর্ণফুলী উপজেলা দিন দিন স্মার্ট উপজেলায় পরিণত হচ্ছে। আর এ স্মার্ট উপজেলার বাসিন্দাদেরকেও স্মার্ট হতে হবে। এলাকা মডার্ন হচ্ছে, সাথে সাথে আপনাদের চিন্তা-চেতনাও মডার্ন হতে হবে। কর্ণফুলী ধীরে ধীরে শিল্পনগরে পরিণত হচ্ছে। ৩-৪ বছর আগে যারা কর্ণফুলী দেখেছেন, এখন এসে তারা কর্ণফুলীকে চিনতে পারবেন না। প্রতি মাসে কর্ণফুলীর চিত্র পাল্টাচ্ছে। এখানে যদি ফায়ার সার্ভিস স্টেশন না থাকে, তাহলে এলাকার মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে পারে। সে বিবেচনায় কর্ণফুলীতে মডার্ন ফায়ার সার্ভিস করা হয়েছে। গতানুগতিক চিন্তাধারা পাল্টাতে হবে।
গতকাল শনিবার দুপুরে কর্ণফুলী ‘মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ১১টি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ শীর্ষক প্রকল্প পরিচালক মো. শহিদ আতাহার হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
ভূমিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তাঁরই সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা সে স্বপ্ন পূরণ করছেন। গত ১৫ বছরে বাংলাদেশকে তিনি যে জায়গায় নিয়ে গেছেন, ৭৫ পরবর্তী সময়ে এত উন্নয়ন হয়নি দেশে। তিনি বলেন, আমার পিতা আখতারুজ্জমান চৌধুরী বাবুর স্বপ্ন ছিল পশ্চিম পটিয়ার পাঁচ ইউনিয়নকে নিয়ে একটি আধুনিক উপজেলা গড়ে তুলবেন। যার নাম হবে কর্ণফুলী উপজেলা। মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জানিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রীও কর্ণফুলী উপজেলা গড়তে সম্মতি দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমার পিতা তা দেখে যেতে পারেননি। পরে আমি আমার পিতার অসমাপ্ত স্বপ্নকে বুকে ধারণ করে কর্ণফুলী উপজেলা গড়ে তুলেছি।
প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ‘১১টি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনটি বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রাম-২। নির্মাণে কাজ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান ডেল্টা ইঞ্জিনিয়ার্স এন্ড কনসোটিয়াম লিমিটেড।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী ওয়াই জংশন এলাকায় রাস্তার পাশে ১ দশমিক শূণ্য ২ একর জায়গায় ৪ তলা বিশিষ্ট আর্কিটেকচারাল ডিজাইনে আধুনিক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনটি নির্মাণ করা হয়।