চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে গত ৯ ডিসেম্বর বিকাল পাঁচটায় কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের ‘ঐ দেখা যায় বিজয় নিশান লাল সবুজের পতাকায়’ শীর্ষক কবির কন্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার চট্টগ্রাম বিভাগের সভাপতি কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং কবি বনশ্রী বড়ুয়া রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সূচনা বক্তব্য দেন কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সংগঠক সুমন রহমান। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, সাধারণ সম্পাদক নান্টু বড়ুয়া, উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন, মো. রাসেল ও দূর্জয় পাল।
কবিতা পাঠে অংশগ্রহণ করেন ডা. কল্যাণ বড়ুয়া, মাহবুবা চৌধুরী, অপু চৌধুরী, বিচিত্রা সেন, শবনম ফেরদৌসী, ইভা আলমাস, শাহীন ফেরদৌসী, সালাম সৌরভ, জাহিদ কায়সার, সুমি দাশ, লিপি বড়ুয়া, সিমলা চৌধুরী, স্মরণিকা চৌধুরী, সুপ্রিয় বড়ুয়া, রীতা ধর, পথিক, শ্রাবন্তী বড়ুয়া, স্বর্ণা তালুকদার, রাসু বড়ুয়া, খালেছা খানম, আবু কায়সার নাজিম, বিটন বড়ুয়া, মুক্তা রানী দেবী প্রমুখ। বিজ্ঞপ্তি