কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের বিষয়টিকে স্মরনীয় করে রাখতে “আঁরো বাড়ি হক্সবাজার জব্বর খুশী লাআর, দইজ্জার চরত ট্রেইন চলিবু” শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি গান রচনা করেছেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ করসপনডেন্ট আহসানুল কবির রিটন।
এটি রিটনের লেখা তৃতীয় গান। এর আগে তিনি সাংবাদিক রুবেল খানের অকালপ্রয়াত শিশুকন্যা রাইফা নিয়ে” কোথায় আছো রাইফা সোনা” এবং ফটিকছড়ির সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে “সত্য ন্যায়ের যোদ্ধা সবাই বাড়ি মোদের ফটিকছড়ি” শিরোনামে দুটি গান রচনা করেছিলেন।
এছাড়াও তার লেখা আরো বেশকিছু গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। সাংবাদিকতার পাশাপাশি রিটন শিশু সাহিত্য চর্চার সাথেও জড়িত আছেন। ইতোমধ্যে তার পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার লেখনিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, নারী ও শিশু অধিকার রক্ষা, প্রাণ প্রকৃতি ইত্যাদি উঠে এসেছে। তার প্রকাশিত গ্রন্থগুলো হলো- যুদ্ধদিনের আশ্রয়, বাবার কেরামতি, ৭১ এর চানমিয়া, ছোটদের গবেষক আবদুল হক চৌধুরী এবং ছোটদের ড. মুহাম্মদ এনামুল হক।
গানটির সুর ও কন্ঠ দিয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী আলাউদ্দিন তাহের।আলাউদ্দিন তাহের একজন প্রথিতযশা কন্ঠশিল্পী।ইতোমধ্যে তার পাঁচটি একক ও পাঁচটি মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার গাওয়া গানের মধ্যে “অন্তরে রেখেছি যারে, ও প্রেয়সি কেমন আছো, কেন তুমি এলে” গানগুলো শ্রোতাদের মন কেড়েছে। রেললাইন নিয়ে নির্মিত গানটি প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাংবাদিক কাজী মহসিন।
দইজ্জার চরত যাইবু রেল
হক্সবাজার আঁরো বাড়ি জব্বর খুশী লাআর,
দইজ্জার চরত রেল যাইবু বঅর ভালা লাআর।
কি আজগবি হারবার।
ভুডুর গরি চাটগাঁ যাইয়ুম
দইজ্জার তলঅত টানেল চাইয়ুম,
লাডর পোয়া বাসঅলারলাই বই ন থাইক্কুম আর।
ও ভাই জব্বর খুশী লাআর,
মিছা হথা হইন্নাঅলরলায় কেনে মুখ দেহার,
হাক্কু পাবলিকে তোয়ার,
হাক্কু এলা কেন লাআর।
বাসঅর ভিতুর লটকি লটকি জনম গেইলগই ভাই,
ডবল ডবল ভাড়া দিলেও শান্তি ন পাই।
এক্কেনা টেরবেটের হইলে বাসঅর চালক হেলপার,
গাড়ির স্টার্ট বন্ধ গরি গইজ্জে হতঅ হারবার।
মনে মনে চিন্তা গইত্তাম হঁত্তে যাইবু হস্ট,
বাসঅত যাইতু বাড়তি খরচ, হইতু সময় নষ্ট।
একেক সমত খোয়াব দেইখতাম একদিন ট্রেইনুত গরি,
আরাম গরি বাড়ি যাইয়ুম আড্ডা মারি মারি।
মনঅর হথা মনত মইজ্জে কেয়য় ন চায় ফিরি,
মানুষর হক মারি বেয়াকে টাইন্নে দামি বিড়ি।
হত নেতা আইলু গেইলু হতঅ মন্ত্রী সরকার,
কেঅয় চিন্তা নঅগরে ভাই আঁরাত্তে কি দরকার।
অবশেষে দুখ বুঝিলু বঙ্গবন্ধুর ঝি,
মনর আশা পুরণ গইজ্জে দরকারি ট্রেইন দি।
যারা হইয়েল রেল দিতুনু ইতারা হন্ডে গেইল,
শেখ হাসিনার বুদ্ধির হাছে মাইজ্জে তারা ফেইল।
খুশী হইয়ে দঅইনর মানুষ, খুশী দেশবাসী,
বেয়াগ্গুনে হঅর তেঁইরে আঁরা বেশী ভালাবাসী।
আজিয়াত্তুন চলন দেশঅর লক্ষ-কোটি মানুষ,
বেয়াকে মিলি উড়াই আঁরা তেঁইর বিজয়য়র ফানুস