বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ শিল্প এলাকা নামে পরিচিত টেক্সটাইল মোড়ে নব আঙ্গিকে যাত্রা শুরু করল সেলফ টেক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসটিজি গুডস ইন্ডাস্ট্রিজ। এই উপলক্ষে নিজস্ব কার্যালয়ে খতমে কোরান, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির ডিরেক্টর রবিউল হোসাইন শামীমের সভাপতিত্বে এবং ডিরেক্টর ইমাম হুসাইনের তত্ত্বাবধানে মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহাদাত হোসেন শাহিন। উপস্থিত ছিলেন এসটিজি গুডসের ইনচার্জ প্রফেসর কামালউদ্দিন, ইঞ্জিনিয়ার সাইদ রায়হান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রানা বড়ুয়া, জয়রাজ শিমুল, আল মামুন, কুঞ্জছায়া আবাসিকের সাধারণ সম্পাদক শাহ আলম। প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।