রামু প্রতিনিধি
এসএসসি ৯৯ ব্যাচ- কক্সবাজার জেলার দুইযুগ পূর্তি উৎসব উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে শুরু হলো এসএসসি ৯৯ ব্যাচ ক্রিকেট লীগ ২০২৩ এবং এসএসসি ৯৯ ব্যাচের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে অনলাইনভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম ৯৯।
শুক্রবার, ২৭ জানুয়ারি বেলা আড়াইটায় কক্সবাজার হোটেল শৈবাল মাঠে ক্রিকেট লীগ ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম ৯৯ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এসএসসি ৯৯ ব্যাচের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে অনলাইনভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম ৯৯ এর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন। পরে এসএসসি ৯৯ ব্যাচ ক্রিকেট লীগ ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন- ব্যাচভিত্তিক সংগঠনের মধ্যে এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা শাখার কর্মকান্ড সারাদেশের মধ্যে অতুলনীয়। কারণ অন্যান্য সংগঠনগুলো কেবল আনন্দায়োজন করে। কিন্তু এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার ক্রীড়া চর্চা, নতুন প্রজন্মের সৃজনশীলতা বাড়াতে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন সামাজিক, রাষ্ট্রীয় ও জণকল্যাণমূলক কর্মকান্ড করছে।
এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা সভাপতি মোঃ হাসান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভুট্টো। সহ সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার সাবেক সভাপতি শওকত ওসমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ, অনলাইন ভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম’৯৯ সমন্বয় কমিটির আহবায়ক তথ্য প্রযুক্তিবিদ আরিফুল ইসলাম প্রমুখ। এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা সভাপতি মোঃ হাসান মাহমুদ চৌধুরী বলেন- ২০০৮ সালে ইউনাইটেড হওয়ার জন্য যে উদ্যোগটা নিয়েছিলাম ২০১১ সালে যুগ পূর্তির মাধ্যমে তা আত্মপ্রকাশ হয়। এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মীর মুহাম্মদ আব্দুল মালেক বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি, মেডিকেল ক্যাম্প পরিচালনা, দান/সাদকা/যাকাত ফান্ড গঠন ও বন্টন, এতিমখানা ও মাদ্রাসায় অর্থ সহায়তা ও টিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসহায় কর্মহীন জেলেদের পাশে দাঁড়ানো, সবার আগে সরকারের সহযোগি হিসেবে নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা, করেনাকালীন খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচীসহ নানা কর্মসূচি সফলভাবে পালন করে আসছে।