এশিয়ায় দেড় লাখ টন গম পাঠানো হয়েছে: ইউক্রেন

8

আন্তর্জাতিক ডেস্ক

এশিয়ায় প্রায় দেড় লাখ টন গম পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সমন্বিত চারটি জাহাজে মোট এক লাখ ৪৫ হাজার টন গম নিয়ে ওডেসা বন্দর থেকে এশিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এরমধ্যে ৭১ হাজার টন গমের গন্তব্য ইন্দোনেশিয়া। এর আগে সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টনেরও বেশি শস্য রফতানি হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রধান রেবেকা গ্রিনস্প্যান এই তথ্য জানিয়েছেন। রেবেকা গ্রিনস্প্যান বলেন, শস্য রফতানির এই চুক্তি টানা সাত মাস ধরে দুনিয়াজুড়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গতি কমিয়েছে।
তিনি বলেন, আমরা ১৪ মিলিয়ন টন খাদ্য ছাড় করেছি, যা বø্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মাধ্যমে এসেছে। এটি বাজারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।