এলাহাবাদ ফাউন্ডেশনের শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ

5

চন্দনাইশ পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ২১ ফেব্রæয়ারি, মঙ্গলবার সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।এ উপলক্ষে পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের আহবায়ক মোহাম্মদ আবু বক্কর। বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট আবু ছালেহ,প্রধান শিক্ষক জাকের হোসেন, ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, মোহাম্মদ শাহজাহান,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য আলি আজগর, অধ্যাপক এমদাদুল হক নুরী,সদস্য মোরশেদ, রুবেল, স্কুলের শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, পশ্চিম এলাহাবাদেও পিছিয়েপড়া গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি প্রদানসহ এ এলাকার গরিব ও অসহায়দের স্বাস্থ্য সুরক্ষায় কর্মসূচি হাতে নিয়ে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি