আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ, ডিস্ট্রিক্ট ৩ ক্লাব এপেক্স ক্লাব অফ নোয়াপাড়া এজিএম গত বুধবার চট্টগ্রাম আগ্রাবাদস্থ হোটেল ল্যান্ড মার্কে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট আবছার উদ্দিন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি এপে. আসাদ রসুল চৌধুরী। এতে উপস্থিত ছিলেন আইপিএনপি এপে. ইলিয়াস জসিম, লাইফ মেম্বার এপেক্সিয়ান ডা. জবিউল, জয়দেব দাস, কামরুল ইসলাম, শাহ আলম নিপু, আইপিজিডি এরশাদুর রহমান রিটু, জাকির হোসেন, বেলাল হোসেন, মীর মোহাম্মদ ফেরদৌস সেলিম, ডিজি ০৩ শেখ আখতারুজ্জামান পারভেজ, ডিষ্ট্রিক সেক্রেটারি এপেক্সিয়ান মোস্তাফিজুর রহমান বিপ্লব, আইপিপি ওসমান গনি,আইপিপি এপেক্সিয়ান এনামুল হক সহ অন্যান্য ক্লাব প্রেসিডেন্ট সহ অনেক সদস্য উপস্থিত ছিলেন। তিনজন বিশিষ্ট নির্বাচনি কমিটি বিচার বিশ্লেষন করে আগামী ২০২৪ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। ইলেক্ট ক্লাব প্রেসিডেন্ট এপে. মো. সেলিম উদ্দিন এবং এপেক্সিয়ান মো. মুছা আলম খান চৌধুরীকে সেক্রেটারি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি