একুশ শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ 38 এক. ফেব্রূয়ারীর একুশ আসে কৃষ্ণচূড়া শিমুল হাসে। ভাই বিয়োগের কষ্ট ভুলে সাজাই মিনার ফুলে ফুলে। দুই. শহীদ মিনার চায় না টাকা চায় না দিনার। শহীদ মিনার সৃষ্টিকরণ শ্রদ্ধাভরে করতে স্মরণ।