বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত হলো ‘একসাথে বাঁচার আনন্দ’ নামক অনুষ্ঠান। বুধবার নগরীর অলঙ্কার কনভেনশন সেন্টারে এই আয়োজনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। উক্ত আয়োজনের মাধ্যমে ৫ হাজার দরিদ্র পরিবারে খাদ্যসামগ্র উপহার দেয়া হয় ও ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে মেজবানি আহার করানো হয়। সিএমপি কমিশনার নিজে সুবিধাবঞ্চিত এতিম বাচ্চাদের সাথে এক টেবিলে বসে দুপুরের আহার করেন।
এসময় সিএমপি কমিশনার বলেন ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদ্যানন্দ আমাদেরকে বার বার মনে করিয়ে দিচ্ছে সমাজে সবাইকে একসাথে নিয়ে কীভাবে বাঁচতে হয়। কীভাবে সুবিধাবঞ্চিতদের সম্মানজনকভাবে সহযোগিতা করতে হয়। সিএমপি সবসময় বিদ্যানন্দের এসব ভাল কাজে সহযোগিতা করে যাবে’। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য মেজবানি এবং সেই সাথে পাঁচ হাজার পরিবারের জন্য এক সপ্তাহের বাজার! বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিসি (হেড কোয়ার্টারস) সিএমপি মো. আব্দুল ওয়ারেশ, ডিসি (পশিম) সিএমপি মো. জসীম উদ্দিন, ডিসি (ট্রাফিক পশ্চিম) সিএমপি মো. তারেক আহমেদ, বিদ্যানন্দের বোর্ড সদস্য নাফিজ চৌধুরী ও সিএমপি ও বিদ্যানন্দের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।