উন্নয়ন অগ্রগতিকে ধরে রাখতে সহযোগিতা চাই

27

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডকে আধুনিক ও হেলদি ওয়ার্ডে পরিণত করার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ডের সকল জনগণকে এক যোগে কাজ করতে হবে। তিনি বলেন, কদমতলী এলাকা হচ্ছে কিশোর ও শৈশব কাটানো জায়গা। এই কদমতলীর সাথে আমার আত্মা ও নাড়ীর সম্পর্ক।
ওয়ার্ডের উন্নয়ন অগ্রগতিকে ধরে রাখতে এবং আধুনিক ওয়ার্ডে পরিণত করতে কদমতলী টাইগার ক্লাবকে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। গত ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় কদমতলী টাইগার ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর জাবেদ উপরোক্ত কথা বলেন। টাইগার ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন নোয়াবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর রহমান মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানী লি: এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আইয়ুব।
বক্তব্য রাখেন কদমতলী মহল্লা কমিটির সেক্রেটারী নুরুল আবছার, মো. খাইরুল ইসলাম, এনামুল হক, দিদার চৌধুরী, মানিক, রাশেদ, ফয়সাল, ওয়াহিদুর রহমান, হিমেল, এডভোকেট আফরোজা সুলতানা রুনা, রিনা আক্তার প্রমুখ। সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। প্রথম অধিবেশন সম্মেলন শেষে শেখ মোহাম্মদ আইয়বকে সভাপতি এবং ওহিদুর রহমান মহসীনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে নব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ ও দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। প্রধান অতিথিসহ অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। নবনির্বাচিত সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।