উত্তর রাউজান প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

3

রাউজান প্রতিনিধি

রাউজানের উত্তর রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিখন ঘাটতি পুরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের প্রধান শিক্ষক বিশু কুমার চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অনুপ চক্রবর্ত্তী, আবু জাফর, সুজল শীল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রুদ্র পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক পারমিতা ঘোষ, সোমা দে, মনিশ্রী দে, তনি দাশগুপ্তা, কান্তা চৌধুরী, চন্দ্রিমা ধর, ওকে বিশ্বাস, বহ্নি দে।