মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটিমাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন ও মহান ২৬ আশ্বিন বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বোয়ালখালী সাংগঠনিক সমন্বয়কারী ও সকল শাখা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদ্যাপন উপলক্ষে জসনে জুলুস, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় উপজেলার আদর কমিউনিটি সেন্টার থেকে জশনে জুলুসের শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদর ক্লাবে এসে শেষ হয়। নানা সাজে সজ্জিত বিভিন্ন ইসলামিক ব্যানার-ফেস্টুন, পতাকা হাতে নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মিছিলে যোগ দেন।
বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। মোস্তফা কামালের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, মাইজভান্ডারী গাউছিয়া হক ভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সদস্য নুরুল করিম নুরু, আবদুল আজিজ ভান্ডারী, মাসরাসা এ গাউসুল আজম মাইজভান্ডারীর আরবী প্রভাষক মাওলানা মুজিবুল হক মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন সাংগঠনিক সমন্বয়কারী নুরুল ইসলাম অডিটর, নুরুল হক ফকির, জানে আলম মাস্টার, বেলাল মোহাম্মদ সাইফুদ্দীন, আলি আকবর, জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল সহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ। শেষে মিলাদ মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
মাইজভান্ডার দরবার শরীফ
আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাÐারী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাইজভাÐার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মনজিল প্রাঙ্গণে খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২৬ সেপ্টেম্বর বাদে আসর থেকে অনুষ্ঠিত পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্য দেন গাউসুল আজম মাইজভান্ডারী শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম.)। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী (মজিআ)। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা সুলাইমান আনচারী, আল আমিন বারীয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শাহেদুর রহমান হাশেমী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী, অধ্যক্ষ মুহাম্মদ সালেহ আহমদ আনচারী, মুফতি নাজিম উদ্দীন নুরী, মাওলানা মোহাম্মদ বশিরুল আলম মাইজভান্ডারী প্রমুখ। মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহজাদা কাজী মোদাচ্ছের হাশেমী, শাহজাদা কাজী নইমুদ্দিন হাশেমী, শাহজাদা শাহিনুর আল আজিজ, শাহজাদা সৈয়দ জামাল উদ্দীন, শাহজাদা সৈয়দ সফিউল গণি চৌধুরী, মাওলানা মুজিবুল হক প্রমুখ। সবিশেষ তাওয়াল্লাদে গাউছিয়া পাঠ করেন হাফেজ সৈয়দ এমরান হোসাইন, সদরে মুরশিদ কেবলা শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম.)’র নছিহত, দোয়া ও শাজরা শরীফ তেলওয়াত করার পর বিশ্বশান্তির মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ফটিকছড়ির সৈয়দবাড়ি দরবার
ফটিকছড়ির সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ) এর নেতৃত্বে গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ২৭ সেপ্টেম্বর সকালে হাজারো জনতার অংশগ্রহণে বিশাল জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী (দ) অনুষ্ঠিত হয়েছে। পীরে কামেল আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) এর মাজার প্রাঙ্গণ থেকে জশনে জুলস শুরু হয়ে মোহাম্মদ তকির হাট, আজাদী বাজার, সমিতির হাটসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন এবং মুনাজাত করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। জুলুস শেষে বাগে হুদা মনজিল প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, মহানবীর (দ) দুনিয়ায় শুভাগমন মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাকের বিরাট নিয়ামত ও সেরা অনুগ্রহ। তাই, শুকরিয়া হিসেবে আমরা ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন করি। এতে দুনিয়া-আখেরাতে অশেষ ফায়দা ও কল্যাণ নিহিত। জশনে জুলুস মুসলমানদের ঐক্য ও উজ্জীবনের প্রতীক বলে তিনি উল্লেখ করেন।
জুলুস ও মাহফিলে আলোচনায় অংশ নেন শাইখুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমিন, আল্লামা নুর মোহাম্মদ ছিদ্দিকি, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, শাহজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, চেয়ারম্যান জিয়াউদ্দীন জিয়া, মাওলানা জসিম উদ্দীন আলকাদেরী, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মাহাবুবুল আলম, মাওলানা জসিম উদ্দীন আবেদী, আবু আহম্মদ সওদাগর, হারুনুর রশিদ ইমন, মো ছবুর, আহমেদ রেজা, নাছির উদ্দিন, শেখ নাছির উদ্দিন, সিরাজুল ইসলাম মনা, নুরুল আবছার, মুহাম্মদ শাহজালাল, জহির উদ্দিন বাবর, জসিম উদ্দীন, খোরশেদুল আলম মিল্লাত প্রমুখ। সালাত সালাম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা।
কাজীর দেউড়ী কাজী বাড়ি
কাজীর দেউড়ী কাজী বাড়ি থেকে অলি আল্লাহ্ দরবার শরীফ মীর মঞ্জিলের মোন্তায়েম সৈয়দ মীর কাজী আবুল হোসাইন রুমী গোলামে মাইজভান্ডারী আয়োজিত ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
মহান ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদ্যাপন এবং আওলাদে রাসুল হযরত মীর দাতা গঞ্জেবখশ্ লাহোরী আলী হাজবেরি (রহ.) মুফতি এ আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ কাজী দাতা মীর ইয়াহ্ইয়া (রহ.)’র ২৫৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এই মাইজভান্ডারী জুলুস অনুষ্ঠিত হয়। জুলুসে সদারত করেন হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ গোলাম মওলা আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী, শাহজাদা হযরত সৈয়দ নাফিসুর রহমান আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী (মাজিআ), আওলাদে রাসুল সৈয়দ গোলাম রহমান রাতুল আল্ হাসানি ওযয়াল হোসাইনী মাইজভান্ডারী (মাজিআ)। মাইজভান্ডারী জুলুসে আওলাদে গাউসুল আযম মাইজভান্ডারী, আওলাদে খলিফায়ে মাইজভান্ডারী, আওলাদে বাগে অলি আল্লাহ্ দরবার শরীফ মীর মঞ্জিল, আশেকানে গাউসুল আযম মাইজভান্ডারী, আশেকানে বাগে অলি আল্লাহ্ দরবার শরীফসহ ৪ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি