ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম পর্ব শুরু

9

ক্রীড়া প্রতিবেদক

দেশের ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষক হিসেবে অনন্য এক নাম ইস্পাহানি গ্রæপ অব কোম্পানিজ। ফুটবল, ক্রিকেট, স্কোয়াশ, গল্ফ তৈকে শুরু করে এমন কোন স্পোর্টস ইভেন্ট নাই যাতে ইস্পাহানি গ্রæপের আর্থিক পৃষ্ঠপোষকতা নাই। জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়াও দেশের বাইরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজসহ অনেকগুলো আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টও ইস্পাহানি গ্রæপের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। ইস্পাহানি গ্রæপের চেয়ারম্যান, ক্রীড়া অন্ত:প্রাণ মির্জা সালমান ইষ্পাহানি এখনো নিয়মিত গল্ফ খেলেন, সময় পেলে ক্রিকেট খেলার সুযোগও হাতছাড়া করেন না।
বাংলাদেশের ফুটবলের মানোন্নয়নে ও তরুণ প্রজন্মকে ফুটবল চর্চায় আরো উৎসাহিত করতে ইস্পাহানি ফুডস লিমিটেড বেশ ক’বছর আগে ঢাকায় চালু করেছে ‘ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট’। জনপ্রিয় এ ইভেন্টটি ইতোমধ্যে ঢাকায় ৯ম আসর শেষ করেছে। ঢাকা পর্বে এবার চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। আর বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্ক ব্র্যান্ড ‘ইস্পি পাউডার ড্রিঙ্ক’ এর উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় গত মওসুমে চট্টগ্রামেও শুরু হয় ‘ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট। এরই ধারাবাহিকতায় গতকাল ২৩ অক্টোবর ২০২২ সাড়াজাগানো সিআরবি মাঠে এই টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বেও ২য় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্রƒ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে খ্যাতিমান ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবু, ইস্পাহানি গ্রæপের ম্যানেজার আবদুল্লাহ্ আল মামুন, শর্মিলা হক অর্চনাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‘ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২২’-এ চট্টগ্রামের ১২টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ‘ক’ গ্রæপের ৬টি দল গ্রæপ লিগে অংশ নেয়। ১৫টি ম্যাচ শেষে জে এম সেন স্কুল এন্ড কলেজ কলেজ গ্রæপ চ্যাম্পিয়ন এবং বেপজা স্কুল এন্ড কলেজ গ্রæপ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। আজ ‘খ’ গ্রæপের ৬ দলের খেলা হবে। আগামীকাল দুই গ্রæপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে সেমিফাইনাল ও পরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পুরষ্কার হিসেবে সুদৃশ্য ট্রফি ঠাড়াও থাকছে আকর্ষণীয় প্রাইজমানি। ২৫ অক্টোবর বিকেলে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল হাসান ছাড়াও ইস্পাহানি গ্রæপের চেয়ারম্যান মির্জা সালমান ইষ্পাহানি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।