রাঙ্গুনিয়া বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে এবং জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল আসরের সহযোগিতায় বেতাগী ইউনিয়নের ১৮টি প্রাথমিক ও ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, কেরাত ও না’তে রাসূল (দ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় ১০৪ জন শিক্ষার্থী অংশ নেয়। গত রবিবার বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারে বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশিন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ (মজিআ)।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীসহ শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। মাওলানা আরিফুর রহমান রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ, শাহজাদা ওবাইদুর রহমান পেটান শাহ, রাজনীতিবিদ মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, অ্যাডভোকেট এসএম রেজাউল করিম বাবর, মাওলানা দিদারুল আলম চৌধুরী, শাহজাদা জামাল উদ্দিন আশরাফী, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আবু জাফর, মাওলানা হাফিজুর রহমান রুমি, গাজী মুহাম্মদ জামাল উদ্দিন, মাস্টার ফারুক আহমদ, মাওলানা জামাল হোসেন, মাস্টার আরিফ হোসেন, মাস্টার দেলোয়ার হোসেন সাইফু প্রমুখ। বহু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি