ইউসিটিসিতে স্কুল অফ বিজনেসের সেমিনার

9

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’(আইকিউএসি) এর সেমিনার সিরিজের ধারাবাহিকতায় স্কুল অফ বিজনেসের উদ্যোগে এক সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। স্কুল অফ বিজনেসের সিনিয়র লেকচারার এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. মোহাম্মদ আরিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কুল অফ বিজনেসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। সেমিনারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিখন পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসিটিসির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবসার। সেমিনারে ইউসিটিসির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি