দুই দিনের সফরে ইউক্রেন গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সফরে বিøঙ্কেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য আরও ১০০ কোটি ডলার সহায়তা ঘোষণা করেছেন। এই সময় তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পাল্টা আক্রমণের প্রশংসা করেছেন। খবর আল-জাজিরা।
ইউক্রেনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। এ সময় ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, গত কয়েক সপ্তাহে চলমান পাল্টা আক্রমণে গতি ত্বরান্বিত হয়েছে। এই নতুন সহায়তা আক্রমণে গতি ধরে রেখে এবং আরও গতিবেগ তৈরি করতে সহায়তা করবে। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই ইউক্রেনের যা প্রয়োজন সেটা তাদের কাছে আছে।