আ.লীগের ভোট উৎসব শুরু

5

রাহুল দাশ নয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে আওয়ামী লীগের ভোট উৎসব। গতকাল সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যদিয়ে এ উৎসবের শুভ উদ্বোধন করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ে চট্টগ্রামের ৬৫ জন নেতা ৭২টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে আটজন বর্তমান সংসদ সদস্যও আছেন। আনোয়ারা ও রাঙ্গুনিয়া আসনে এখনো কোন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। কক্সবাজারের ১১ জন, বান্দরবানের একজন ও খাগড়াছড়ির ৬ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের প্রচন্ড ভিড় ছিল। উৎসবমুখর পরিবেশেই নেতা ও তাদের সমর্থকরা বিভিন্ন আসনে নির্বাচন করার লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পূর্বদেশকে বলেন, ‘মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এক হাজার ৫০ জন। এ বাবদ আওয়ামী লীগের আয় হয়েছে পাঁচ কোটি ২৫ লক্ষ টাকা। এছাড়াও প্রথমবারের মতো অনলাইনে ১৪ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে আয় হয়েছে সাত লক্ষ টাকা। চারদিন ধরে নমিনেশন ফরম বিতরণ ও জমা চলবে।’
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তথ্যমতে, প্রথমদিনে চট্টগ্রামের ১৪টি সংসদীয় আসনের ৭২ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক) ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে এখনো কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এ দুটি আসনের বর্তমান সংসদ সদস্য ড. হাছান মাহমুদ ও সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রামের প্রথম নেতা হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। চারজন নেতা একাধিক আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মুহাম্মদ শাহজাহান চৌধুরী দুটি আসনে, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল দুটি আসনে, আ.জ.ম. নাছির উদ্দীন তিনটি আসনে, শফর আলী তিনটি ও রাশেদুল হাসান দুটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আসনওয়ারী মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) মাহবুব উর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) মোহাম্মদ শাহজাহান, সাদাত আনোয়ার সাদী, খদিজাতুল আনোয়ার, বেলাল মোহাম্মদ নূরী, সাবরিনা চৌধুরী, হাসিবুন সুহাদ, মোহাম্মদ গোলাম নওশের আলী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মো. রাজিবুল আহসান, মাহফুজুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও চসিক আংশিক) মো. ফখরুদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, মোহাম্মদ পারভেজ উদ্দীন, ড. নিছার উদ্দীন আহমদ মঞ্জু, মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিক আংশিক) মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ শামীম, মুহাম্মদ শাহজাহান চৌধুরী, মনজুরুল আলম চৌধুরী, এড. মো. ইব্রাহিম হোসেন চৌধুরী, ইউনুস গনি চৌধুরী, চট্টগ্রাম-৬ (রাউজান) এবিএম ফজলে করিম চৌধুরী, মাহফুজুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিক আংশিক) মো. খোরশেদ আলম, মো. মনছুর আলম পাপ্পী, এটিএম আলী রিয়াজ খান রক্সি, জিনাত সোহানা চৌধুরী, মো. এমরান, জাবেদুল আজম মাসুদ, মো. আরশাদুল আলম, মো. সাইফুল ইসলাম, কফিল উদ্দিন খান, নোমান আল মাহমুদ, মোহাম্মদ আবদুল কাদের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) মুহাম্মদ শাহজাহান চৌধুরী, আমিনুল হক, শাহাজাদা মোহাম্মদ ফৌজল মুবিন খান, এড. মো. ইব্রাহিম হোসেন চৌধুরী, শফিক আদনান, শেখ ইফতেখার সাইফুল চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, শফর আলী, মো. রাশেদুল হাসান, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) মো. মহিউদ্দিন বাচ্চু, মোহাম্মদ এমদাদুল ইসলাম, আ জ ম নাছির উদ্দীন, শফর আলী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শেখ মাহমুদুল ইসহাক, মোহাম্মদ এনামুল হক, মো. আলতাফ হোসেন চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, শফর আলী, জিয়াউল হক সুমন, মো. রাশেদুল হাসান, চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ তসলিম উদ্দীন, মো. আবদুর রশীদ, আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ, সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) মফিজুর রহমান, নাছির উদ্দীন, আফতাব মাহমুদ, মো. নজরুল ইসলাম চৌধুরী, এম. মাসুদ আলম চৌধুরী, ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, রফিকুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, আরেফ উল হক, মুহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন প্রত্যাশী জিনাত সোহানা চৌধুরী বলেন, চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচনের লক্ষ্যে এবার মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। নেত্রী ও দল আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হবো।
এছাড়াও বান্দরবান আসনে বীর বাহাদুর উশৈসিং, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) একেএম মহিউদ্দিন বাবর, রাশেদুল ইসলাম, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) ইছমত আরা বেগম, তারেক বিন ওসমান শরীফ, কক্সবাজার-৩ (সদর) আসনে মিজান সাঈদ, সোহেল সরওয়ার কাজল, আতিক উদ্দিন চৌধুরী, ফোরকান আহমদ, কানিজ ফাতেমা আহমদ, কায়সারুল হক জুয়েল, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) নুরুল আলম, খাগড়াছড়ি আসনে ভবেশ্বর রোয়াজা, রনবিক্রম ত্রিপুরা, চাইথো অং মারমা, সমীর দত্ত চাকমা, বাসন্তী চাকমা, যতীন্দ্র লাল ত্রিপুরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সালাউদ্দিন সাকিব জানান, ‘চট্টগ্রাম বিভাগে ২০১ জন নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে আয় হয়েছে ৫০ লাখ ৫০ হাজার টাকা। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন প্রত্যাশী নেতারা সকাল থেকে বিকাল পর্যন্ত দলীয় কার্যালয়ের নির্ধারিত বুথে এসে ফরম সংগ্রহ করেছেন।’ আজ দ্বিতীয় দিনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে অনেক নেতা ও তাঁদের সমর্থকরা ঢাকা গেছেন। আজকে কমপক্ষে অর্ধশত নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন।