আলোচনার উদ্যোগ নিতে অনুরোধ রওশনের

4

পূর্বদেশ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সংলাপের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। গতকাল রোববার বেলা ১২টায় বঙ্গভবনে যান সাবেক ফার্স্ট লেডি রওশন। প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠকে তিনি রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপ করেন।
বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন করতে হবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সবার সঙ্গে আলোচনা করা যায় কিনা, রাষ্ট্রপতিকে সে অনুরোধ করেছেন বিরোধী দলীয় নেতা। খবর বিডিনিউজের।
এছাড়া আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন মনোনয়নপত্র জমার শেষ তারিখ হওয়ায় জটিলতা এড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তফসিল পরিবর্তন করা যায় কিনা, সে অনুরোধ করেছেন।
রাঙ্গা বলেন, রাষ্ট্রপতি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন।
রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ সাদ, অধ্যক্ষ রওশন আরা মান্নান ও কাজী মামুনুর রশিদও উপস্থিত ছিলেন সাক্ষাতের সময়।
বঙ্গভবন থেকে বেরিয়ে বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ বলেন, মহামান্য রাষ্ট্রপতির শারীরিক খোঁজখবর নিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে অভিভাবক হিসাবে রাষ্ট্রপতিকে সবার সঙ্গে আলোচনা করার বিষয়ে অনুরোধ করেছেন তিনি।
মুখপাত্র জানান, ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন ও মনোনয়নপত্র জমার শেষ দিন বিবেচনায় নিয়ে পুনঃতফসিল করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলীয় নেতা।
তফসিল অনুযায়ী, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ভোট হবে ৭ জানুয়ারি।