আবারও ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হলো এক ফিলিস্তিনি। রামাল্লায় তারিক মালিককে (৪২) গুলি করে হত্যা করেছে। এ নিয়ে গত ২১ দিনেই চার শিশুসহ ১৮ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হলো। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার জানিয়েছে, ৪২ বছর বয়সী তারিক রামাল্লায় হত্যাকাÐের শিকার হন। কাফের নামার গ্রামের কাছে তাকে গুলি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী সিসিটিভির একটি ফুটেজ প্রকাশ করেছে। একজন ইসরায়েলি বসতিকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তাকে নিরস্ত্র করা হয়েছে বলে দাবি সেনাবাহিনীর। গত বৃস্পতিবারও জেনিনের শরণার্থী ক্যাম্পে ৫৭ বছর বয়সী এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়। ২০২৩ সালের শুরুতেই পশ্চিম তীর, জেনিনসহ বেশ কিছু জায়গায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসী ভূমিকা বেড়েছে। অবৈধভাবে ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ১৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তারা।