আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

7

হলিউডের অস্কার জয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’ হিন্দিতে ‘লাল সিং চাড্ডা’ নামে রিমেক করেছেন আমির খান। অভিনয়ের পাশাপাশি ছবির অন্যতম প্রযোজকও তিনি। গত ১১ আগস্ট মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ১২ কোটি রুপি। হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লির এক আইনজীবী শুক্রবার এই ছবির বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ জমা দিয়েছেন। ছবির প্রধান অভিনেতা তথা অন্যতম প্রযোজক আমির ছাড়াও প্যারামাউন্ট পিকচার্স এবং পরিচালক অদ্বৈত চন্দনের নামে অভিযোগ জানানো হয়েছে। ছবিতে আমিরের অভিনীত চরিত্র লালকে একটা সময় ভারতীয় সেনার কর্মকর্তা হিসেবে পাওয়া গেছে। দিল্লির আইনজীবী ছবিতে আপত্তিকর দৃশ্য দেখানোর জন্য আমির খানের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুলেছেন। ভারতীয় দÐবিধির ১৫৩ (দাঙ্গা বাধানোর উদ্দেশ্যে কাউকে উত্যক্ত করা) এবং ১৫৩এ (ভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা), ২৯৮ (ধর্মীয় ভাবাবেগে আঘাত) এবং ৫০৫ (প্রকাশ্যে ভুল বিবৃতি) ধারায় আমির খান, অদ্বৈত চন্দন এবং প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
ছবিতে দেখানো হয়েছে একজন মানিসকভাবে অসুস্থ এক ব্যক্তি (আমির অভিনীত লাল চরিত্রটি) ভারতীয় সেনায় যোগ দেয় এবং কার্গিলের যুদ্ধে শামিল হয়।