আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জকু মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার মধ্যরাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা ঘাটকুল এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জকু মাঝি স্থানীয় মৃত রবিউল ইসলামের ছেলে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান, গ্রেপ্তারকৃত জকু মাঝির বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। তিনি মানবপাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।