আনোয়ারায় আলোর পথিক একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা

10

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় আলোর পথিক একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩য় শ্রেণি থেকে ৯ ম শ্রেণি পর্যন্ত আনোয়ারার ৬০ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংগঠনের পরিচালক এম,ডি,আজম খানের পরিচালনায় এতে পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন হাফছা বিনতে নোমান, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মুহাম্মদ আরফাত হোছাইন। সংগঠনের চেয়ারম্যান মোঃ ইউনুচ শিকদারের সার্বিক তত্ত¡াবধানে বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. জসিম উদ্দিন, মো. ইরফানুল করিম আলমগীর, মো. সাইদুল আলম পারভেজ, মোঃ পারভেজ রেজা, মো. মাসুদ রানা, মো. আনিসুর রহমান, মো. সাখাওয়াত হোসেন, মো. ইমরান হোসেন, মোছাৎ জান্নাতুল ফেরদৌস, মোছাৎ জেরিন সুলতানা, সাদিয়া আক্তার, সুনিয়া আক্তার প্রমুখ। পরীক্ষা পরিদর্শকরা বলেন, তথ্য ও প্রযুক্তির এই আধুনিক যুগে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে প্রতিযোগিতার বিকল্প নেই। সংগঠন আলোর পথিক একাডেমি প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে সাড়া জাগিয়েছে।