আধুনিক প্রযুক্তিযুক্ত রেডিয়েশন চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে রোগ নিরাময় সম্ভব

5

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম ক্যান্সার সচেতনতামূলক বিশেষ আলোচনা সভা করেছে। সভায় ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে মতবিনিময় ও বিস্তারিত আলোচনা করা হয়। গত বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব এর সভাপতি সালাউদ্দিন মো. রেজা এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সভায় মূল আলোচক ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি এক্সপার্ট ডা. সাইমন প্রদীপ পাভমনি। বক্তব্য দেন মেডিকেল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের এটেন্ডিং কনসালটেন্ট ডা. তানভির আহমেদ। সেসময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মো. রেজা বলেন, ‘ক্যান্সার চিকিৎসা বা প্রতিরোধের জন্য সময়মতো ও সঠিকভাবে রোগ নির্ণয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই কাজটি আরও গতিশীল ও সকলের জন্য সহজলভ্য করতে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম নানান পদক্ষেপ নিচ্ছে, যেমন- বিশ্বমানের চিকিৎসা সরঞ্জাম আনা, বিশেষজ্ঞ চিকিৎসকদের অন-বোর্ড করা, সচেতনতা গড়ে তোলা ইত্যাদি পদক্ষেপগুলো সত্যিই প্রশংসনীয়। ডা. পাভমনি’র মতো একজন অনকোলজি এক্সপার্টকে পেয়ে আমরা চট্টগ্রামবাসী গর্বিত।’
চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, ‘ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য আগে সাধারণ রোগীরা ঢাকা যেতেন, আর সামর্থ্যবানরা বিদেশে পাড়ি জমাতেন। কিন্তু এখন আমাদের প্রিয় চট্টগ্রামেই ক্যান্সারের উন্নত চিকিৎসা সুবিধা প্রদানের জন্য এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামকে আন্তরিক ধন্যবাদ।’
অনকোলজি এক্সপার্ট ডা. সাইমন প্রদীপ পাভমনি বলেন, ‘আধুনিক প্রযুক্তিযুক্ত রেডিয়েশন চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে রোগ নিরাময় ও সুস্থতার হার বৃদ্ধির পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার চিকিৎসার সফলতা বৃদ্ধি করা সম্ভব।’ এটেন্ডিং কনসালটেন্ট ডা. তানভির আহমেদ বলেন, ‘আমি মনে করি ক্যান্সারের কারণ, লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, প্রতিরোধম‚লক ব্যবস্থা ও স্ক্রিনিং সম্পর্কে সচেতনতা বাড়লে ক্যান্সার জনিত জটিলতা হ্রাস ও আশানুরূপ ফলাফল পাওয়া যাবে।’
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামেই বন্দরনগরীর প্রথম ও একমাত্র কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার অবস্থিত। এখানে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট, হেমাটোলজি, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, পেইন ও পালিয়াটিভ কেয়ারসহ বিস্তৃত পরিসরের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এখানে অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পেশাদারি দল রয়েছে, যারা ক্যান্সারের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদানে সর্বদা নিয়োজিত। বিজ্ঞপ্তি