লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা ও কর্মী সম্মেলন শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের। উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ। এছাড়াও জেলা-উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলনের মাধ্যমে আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুনাইদের নাম ঘোষণা করে কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি