পূর্বদেশ অনলাইন
আজ ৩ জুলাই রবিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এ সন্ধ্যা ৭টায় কথক নাট্যসম্প্রদায়ের নাটক ‘অতি সাধারণ চিকিৎসক’ মঞ্চায়ন হবে। নাটকটি বিশ্বনন্দিত কমেডি নাট্যকার মলিয়রের রচিত। রূপান্তর ও নিদের্শনা দিয়েছেন বিক্রম চৌধুরী। ‘অতি সাধারণ চিকিৎসক’ নাটকটি বিখ্যাত ফরাসী নাট্যকার মলিয়রের প্রহসন, যাহা টিমোথি মোনি’র ইংরেজী অনুবাদ ‘দ্যা ফ্লাইং ডক্টর’ অবলম্বনে রচিত। মলিয়রের এই নাটকে তাঁর অন্য নাটকের ছায়া থাকলেও বরাবরই তিনি শ্বাশত চিরন্তন সত্যকে জয় করতে কঠিন ও জটিলতাকে পরিহার করে সহজ সমাধানের পথ খুঁজেছেন। মধ্যবিত্তের বুর্জোয়া মানসিকতাকে তীক্ষ্ণ বিদ্রুপাত্মক ভাবে খোঁচা দিয়েছেন। এভাবেই তাঁর হাতে নাটকটি নমনীয় অথচ গভীর শিল্পে উত্তীর্ণ হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন: শাহীন চৌধুরী, জানে আলম টিটু, মোহাম্মদ নাছির উদ্দিন, কেশব রায়, সুদর্শন চক্রবর্তী, সালমা বেগম ও বিক্রম চৌধুরী। আলোক প্রক্ষেপনে সৈয়দ বশির মিয়া স্বপন এবং আবহ সঙ্গীতে শফিকুর রহমান ও বেদারুল হোসেন খোকন। সার্বিক সহযোগিতা এ.কে.এম ইসমাইল।