চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাবের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন।
ড. অনুপম সেন বলেন, জননেতা এম এ ওহাব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মল আদর্শ ও সততার প্রতীক। আজীবন জাতির জনকের আদর্শে জীবন ধারণ করে তিনি হয়েছেন একজন আদর্শিক চেতনার বাতিঘর। তার জীবনাদর্শ থেকে আজকের প্রজন্মের অনেক কিছু শেখার আছে। আজকের দিনে জননেতা এম এ ওহাবের মতো রাজনীতিবিদের বড় প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন এম এ ওহাব ইতিহাসের বরপুত্র হিসেবে সমুজ্জ্বল প্রদীপের মতো জ্বলজ্বল করে আলো ছড়াবে।
সভায় বক্তারা, জননেতা এম এ ওহাবকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক বা স্বাধীনতা পুরস্কার প্রদানের দাবি জানান সরকারের কাছে। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাবকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হলে তার যথাযথ মূল্যায়ন করা হবে। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. মুজিবুল হক, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ মহানগর সভাপতি হাবিবুর রহমান হাবিব। কৃতজ্ঞতা জানান এম এ ওহাবের সন্তান ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়নুল আবেদীন। সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব এমপি স্মারক সম্মাননা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা শেখ মো. দেলোয়ার (মরণোত্তর), বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এস. এম. সেলিম।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ জননেতা এ এফ মাহমুদুর রহমান, আওয়ামী লীগ নেতা এম এ সালাম, সৈয়দা সাহেদা সুলতানা, মো. হাসান মুরাদ, কবি সজল দাশ, মোহাম্মদ ইকবাল, এস, এম ফরহাদ আলী, চৌধুরী জসিমুল হক, শিবু কুমার দাশ, রবিউল ইসলাম জাহাঙ্গীর, মোহাম্মদ ইউসুফ, এডভোকেট মো. ফখরুদ্দিন জাবেদ, হারুনর রশিদ, আব্দুল হান্নান হীরা, স্বপন সেন, জেবিএস আনন্দ বোধি ভিক্ষু, বিপ্লব বিজয়, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, হানিফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আইয়ুব, অনুষ্ঠান উদযাপন পরিষদের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান। আলোচনা সভা শেষে ২০২৪ সালের ১ মে জননেতা এম এ ওহাব এর জন্মশতবর্ষ উদযাপন পরিষদে ড. অনুপম সেনকে চেয়ারম্যান, এটিএম পেয়ারুল ইসলামকে নির্বাহী চেয়ারম্যান ও স ম জিয়াউর রহমানকে প্রধান সমন্বয়কারী করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। খবর বিজ্ঞপ্তির