আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে গত আগস্ট মাসে আশঙ্কাজনক হারে বেড়েছে সন্ত্রাসী হামলা। দেশটিতে গত এক মাসে ৯৯টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান ইনিস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪ সালের নভেম্বর মাসের পর থেকে গত আগস্ট মাসে সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময়ে ১১২ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। এ হামলার বেশিরভাগের লক্ষ্য ছিল নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক লোকজন।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসের চেয়ে আগস্টে ৮৩ শতাংশ বেশি হামলা হয়েছে। এ মাসে ৫৪টি হামলা হয়েছে। এর মধ্যে চারটি আত্মঘাতী হামলা ছিল। এ হামলার তিনটিই হয়েছিল উপজাতীয় জেলা খাইবার পাখতুনখোয়া এবং একটি হয়েছিল মূল ভূখÐ কেপিতে। এর আগে গত জুলাই মাসে দেশটিতে পাঁচটি আত্মঘাতী হামলা হয়েছিল। যা ছিল চলতি বছরের সবচেয়ে বেশি। এ ছাড়া ২০২৩ সালের আট মাসে দেশে ২২টি আত্মঘাতী হামলা হয়েছে। এ সময়ে ২২৭ জন নিহত ও ৪৯৭ জন আহত হয়েছেন।
পিআইসিএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের তুলনায় আগস্ট মাসে বেলুচিস্তান ও উপজাতীয় এলাকায় (ফাতা) বেশি জঙ্গি হামলা হয়েছে। এ সময়ে বেলুচিস্তানে জঙ্গি হামলা ৬৫ শতাংশ বেড়েছে। জেলায় গত মাসে ১৭টি হামলা হয়েছিল। এ মাসে তা বেড়ে ২৮ এ গিয়ে ঠেকেছে। এ ছাড়া ফাতায় জঙ্গি হামলা ১০৬ শতাংশ বেড়েছে।
এ জেলায় গত মাসে ১৯টি জঙ্গি হামলা হয়েছিল। যা আগস্টে ৩৭ এ দাঁড়িয়েছে। সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়, উপজাতীয় জেলা ছাড়াও কেপিতে গত মাসে জঙ্গি হামলা আশঙ্কাজনকহারে বেড়েছে। জেলায় গত জুলাই মাসে ১৫টি হামলা হয়েছিল। যা আগস্ট মাসে ২৯ এ দাঁড়িয়েছে। ফলে পরিসংখ্যনে জেলায় জঙ্গি হামলা ৮৩ শতাংশ বেড়েছে। এ ছাড়া নিহত ও আহতের হার যথাক্রমে ১৮৮ শতাংশ ও ৭৩ শতাংশ বেড়েছে।