চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, অশুভ শক্তিকে বিনাশ করতে শুভ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বাঙালি জাতি হাজার বছর ধরে অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে আসছে। সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব বাঙালির উৎসবে পরিণত। বিশ্ব সংস্কৃতিতে আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত শারদীয় দুর্গোৎসব। তিনি ২১ সেপ্টেম্বর সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্ত। এসময় উপস্থিত ছিলেন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, মহানগর পূজা উদ্যাপন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক সুজিত দাশ, দক্ষিণ জেলা পূজা পরিষদের প্রাক্তন সভাপতি জিতেন কান্তি গুহ, বর্তমান সাধারণ সম্পাদক রুবেল দেব, প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পরিমল দেব, ডা. কাজল কান্তি বৈদ্য, পরিমল দত্ত, ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, আশীষ মিত্র, রুবেল কুমার শীল, হারাধন দাশ, অলক কুমার দে, শ্যামা প্রসাদ দাশগুপ্ত, যাদব সর্দ্দার, প্রদীপ কুমার দে, মানিক নাথ, বাবুল শীল প্রমুখ। বিজ্ঞপ্তি