চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলম বলেছেন, গরীব দুঃখী মানুষদের আল্লাহতায়ালা ভালবাসেন। দুর্যোগ-দুর্বিপাক, রাজনৈতিক সংকটসহ সর্বক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠী অবর্ণনীয় দুঃখ-কষ্ট ভোগ করে। এদেশের গরীব মানুষদের সন্তানরাই দেশের স্বাধীনতার জন্য ভাত-কাপড়ের অধিকারের জন্য জীবন দিয়েছেন। অসচ্ছল জনগোষ্ঠীর সমস্যা সংকট নিরসন জীবনে কিছু স্বস্তি আনয়নে কাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। গত শুক্রবার জুমার পর এইচএম ভবন অডিটরিয়ামে প্রান্তিক অসচ্ছল নারীদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলমের সভাপতিত্বে সভায় ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী প্রমুখ বক্তব্য দেন। পরে সাবেক মেয়র এম. মনজুর আলম উপস্থিত প্রান্তিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে অর্থসহ তবারুক বিতরণ করেন। সাবেক মেয়র এম. মনজুর আলমের নানা ও নানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়্যব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ ইউনুছ রজভী। মোনাজাতে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি