অবরোধ-হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

2

অবরোধের সমর্থনে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। নগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এদিকে অবরোধ ও হলতালকে কেন্দ্র চট্টগ্রাম মহানগর বিএনপির আরও ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ করেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তফসিল ঘোষণার প্রতিবাদে চলমান অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেলের নেতৃত্বে নগরের প্রবর্তক মোড় ও ২ নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। অবরোধের সমর্থনে আগ্রাবাদ এক্সেস রোড়ে ডবলমুরিং থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিবুল হক বাপ্পীর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়ান হাট রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে।
পাহাড়তলী, খুলশী ও আকবর শাহ থানা যুবদলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল ও সড়ক অবরোধ করে। এছাড়াও চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফৌজদারহাট ও বাংলাবাজার এলাকায় মিছিল ও অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বন্দর এলাকায় মিছিল, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে মুরাদপুর ষোলশহর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, খুলশী থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. মিল্টনের নেতৃত্বে কদমতলী এলাকায খুলশী থানা যুবদলের মিছিল, রাতে চন্দনাইশ বরকল ব্রিজ এলাকায় তাৎক্ষণিক মশাল মিছিল বের করে চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি