অফথালমোলজিক্যাল সোসাইটির বার্ষিক সাধারণ সভা

2

অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা গত ১৭ নভেম্বর ডা. কামরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সোসাইটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সোসাইটির কার্যক্রম আরো গতিশীল করার জন্য সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় ডা. এম এ করিমকে সভাপতি ও ডা. রাজীব হোসেনকে জেনারেল সেক্রেটারী করে আগামী ২০২৩-২০২৪ সালের কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন ভাইস-প্রেসিডেন্ট প্রফসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, ফাইনেন্স সেক্রেটারী ডা. উৎপল সেন, অফিস সেক্রেটারী ডা. মোহাম্মদ আলতাফ উদ্দীন খান, সাইন্টেফিক সেক্রেটারী ডা. সোমা রানী রায়, এক্সিকিউটিভ মেম্বার ডা. মোহাম্মদ আবদুল মান্নান সিকদার, ডা. মো. মোজাম্মেল হক শরিফী, প্রফেসর তনুজা তানজিন, ডা. মো. জয়নাল আবেদীন, ডা. মুর্তুজা নুরুদ্দীন, অ্যাডভাইজারস প্রফেসর সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, ডা. গোলাম মোস্তফা চৌধুরী, ডা. মোহাম্মদ কামরুল ইসলাম। বিজ্ঞপ্তি