অনুপ বিশ্বাস ১ম বিভাগ ফুটবল লিগ

2

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস সিডিএফএ অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স ১ম বিভাগ ফুটবল লীগ ২০২৩-২৪ এ গতকালকের কল্লোল সংঘ বনাম কে এম স্পোর্টিং ক্লাব খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। ১৫ মিনিটে গোল করে ফাহিম কল্লোল সংঘকে এগিয়ে নিলেও ১০ মিনিট পর হেড এর মাধ্যমে কে এম স্পোর্টিংকে সমতায় ফেরান জাহেদ। এ নিয়ে ২ ম্যাচ শেষে কে এম ৪ ও কল্লোল ২ পয়েন্ট সংগ্রহ করেছে। ম্যান অব দ্যা ম্যাচ কল্লোল স ঘের গোলরক্ষক জয়নালকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিডিএফএ কাউন্সিলর, সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ ইব্রাহিম।
আজকের খেলা: রাইজিং স্টার ক্লাব বনাম বাকলিয়া একাদশ।