নিজস্ব প্রতিবেদক
অনলাইনে মনোনয়ন ফরম দাখিল নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামীকাল। জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের একজন করে ডাটা এন্ট্রি অপারেটর, তথ্য ও যোগাযোগ বিভাগের একজন সার্কিট হাউসে দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করবেন। আগামীকাল সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান। অতিথি হিসেবে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী উপস্থিত থাকবেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, অনলাইনে মনোনয়ন ফরম দাখিল হলে সেগুলো কিভাবে রিসিভ ও যাচাইবাছাই করবেন তা নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষকরা দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন।
এদিকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জমা পড়া মনোনয়ন পত্রগুলো ২-৪ ডিসেম্বর পর্যন্ত যাচাইবাছাই চলবে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২ ডিসেম্বর চট্টগ্রাম-১, চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, ৩ ডিসেম্বর চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-১২, চট্টগ্রাম-১৩, চট্টগ্রাম-১৪ ও ৪ ডিসেম্বর চট্টগ্রাম-১৫ ও চট্টগ্রাম-১৬ আসনে মনোনয়নপত্র বাছাই হবে। বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৩ ডিসেম্বর চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৫ ও চট্টগ্রাম-৮ আসন, ৪ ডিসেম্বর চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১ আসনের মনোনয়নপত্র বাছাই হবে। সকাল ও বিকালে বিভিন্নধাপে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই হবে।